থ্রেড হল একটি প্রোগ্রামের বিভিন্ন অংশ বা সাবপ্রোগ্রাম। একটি থ্রেডে কেবল একটি ফ্লো থাকে। যে কোন প্রোগ্রামে নুন্নতম একটি থ্রেড থাকে।
থ্রেড তৈরি
থ্রেড তৈরি করা কঠিন কিছু না । থ্রেডে একটি run() নামে মেথড অবশ্যই থাকবে।
এটি সাধারণত পাব্লিক মেথড আর এটি অন্য কোন প্যাকেজেও ব্যবহার করা যায় ।
run() মেথড এর সাধারণ ফরম্যাট
public void run()
{
//BODY OF TEHE THREAD
}