আপডেট

Sunday, August 9, 2015

থ্রেড


থ্রেড হল একটি প্রোগ্রামের বিভিন্ন অংশ বা সাবপ্রোগ্রাম। একটি থ্রেডে কেবল একটি ফ্লো থাকে। যে কোন প্রোগ্রামে নুন্নতম একটি থ্রেড থাকে।

থ্রেড  তৈরি

থ্রেড তৈরি করা কঠিন কিছু না । থ্রেডে একটি   run() নামে মেথড অবশ্যই থাকবে।

এটি সাধারণত পাব্লিক মেথড আর এটি অন্য কোন প্যাকেজেও ব্যবহার করা যায় ।

run() মেথড এর সাধারণ ফরম্যাট

public void run()
{
//BODY OF TEHE THREAD
}

সাধারণত ২ টি উপায়ে থ্রেড ক্লাস তৈরি করা যায়

১। সরাসরি Thread ক্লাস Extend করে ও 

২। Runable ক্লাসকে Implement করে।

পরবর্তী পোস্টে থ্রেড এর ক্লাস তৈরি নিয়ে আলোচনা করা হবে।