আপডেট

Sunday, August 9, 2015

আপনার কোড ডিবাগ করুন আর জেনে নিন আপনার প্রোগ্রামের ভুলত্রুটি

আপনারা যারা প্রোগ্রামিং করেন তারা সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখার জন্যে IDE ব্যাবহার করেন। সেখানে মেনুবারে অনেক আইটেম দেওয়া থাকে। আপনারা যদি সি/সি++ ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করেন তাহলে কোডব্লক্স আর জাভা ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করেন তাহলে ইক্লিপ্স বা নেটবিন্স ইউজ করেন। তবে ব্যাতিক্রম থাকতে পারে, অনেকেই নোটপ্যাডে প্রোগ্রামিং করে থাকেন।



আমি আজ নেটবিন্স বা ইক্লিপ্সের মেনুবারের একটি আইটেম "ডিবাগ" নিয়ে আলোচনা করবো। প্রথমেই জেনে নেই ডিবাগ কী? ডিবাগ সম্পর্কে আমি এই পোস্টে বলে দিয়েছি। এখন নিচের এই ভিডিওটি  দেখলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। আর কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, সংশোধন করার চেষ্টা করবো। ভাল থাকবেন সবাই। :)