ভিডিও দেখার জন্য আমরা অনেকেই ইউটিউব ব্যবহার করে থাকি । আজকের টিউটোরিয়ালে ইউটিউব এর কিছু প্রয়োজনীয় শর্টকাট ব্যবহার তুলে ধরবো।
শর্টকাট কিঃ
- F - F প্রেস করলে ফুল স্কীনে ভিডিও প্লে হবে।
- M -M প্রেস করলে ভিডিও মিউট হয়ে যাবে ।
- J - ভিডিও চলার সময় J প্রেস করলে ভিডিওটি ১০ সেকেন্ড পেছন থেকে পলে হবে।
- L - ভিডিও দেখার সময় L প্রেস করলে ভিডিওটি ১০ সেকেন্ড ফরোয়ার্ড হবে।
- 0 - শুন্য প্রেস করলে ভিডিওটি প্রথম থেকে শুরু হবে।
- 1-9 - সম্পূর্ন ভিডিওটি ৯ টি অংশে ভাগ করা থাকে , ১-৯ প্রেস করে যেকোন অংশ প্লে করা যাবে।
- লেফট / রাইট অ্যারো - লেফট অ্যারো প্রেস করে ৫ সেকেন্ড পেছনে এবং রাইট অ্যারো প্রেস করে ৫ সেকেন্ড সামনে থেকে ভিডিও প্লে হবে।
- আপ/ডাউন অ্যারো: ভলিউম কমানো কিংবা বাড়ানো যাবে।
- Home: এই বাটন চাপলে ভিডিও একেবারে প্রথম থেকে শুরু হবে।
- End: এই বাটন প্রেস করলে ভিডিও একেবারে শেষের দিকে চলে যাবে।