সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে এখন ফেসবুক জনপ্রিয়তা্র শীর্ষে । স্টাটাস, লাইক, কমেন্ট , চ্যাট আর বিভিন্ন আলোচনা , সমালোচনা, প্রতিবাদের ঝড় তোলা সব নিয়ে অনায়াসেই ঘন্টা্র পর ঘন্টা পার করে দেই ফেসবুকে। তবে মাঝে মাঝে এই এপস সেই গেমস থেকে ফ্রেন্ডদের ইনভাইটেশন পেতে পেতে অনেকই বিরক্ত হয়ে যাই। চলুন দেখে নেই এ থেকে এপস ইনভাইটেশন অফ করার পদ্ধতি ...
প্রথমে এই ফেসবুক লগইন করুন
এর পর সিটিংস এর থেকে Blocking অপশন এ চলে যান , অথবা এখানে ক্লিক করুন।
এখন আপনিই ঠিক করুন কোন ফ্রেন্ড এর থেকে আর ইনভাইটেশন পেতে চান না। বক্স ১ এ তার নামটি লিখে ফেলুন , এরপর থেকে সে আর আপনাকে কোন ইনভাইটেশন পাঠাতে পারবে না। যদি চান তাহলে বক্স ২ এর এপস এর নাম লিখে যেকোন এপস ব্লক লিস্ট এ রেখে দিতে পারেন ।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন