এখন অনেক ল্যাপটপ এ ডি ভি ডি রম থাকে না। আবার অনেকের থাকে অথচ নষ্ট। যার ফলে তাদের কম্পিউটার বুট করার দরকার হলে খুব ই সমস্যায় পরতে হয়। আপনি যদি জানেন কিভাবে পেনড্রাইভ বুট করতে হয় তবে আপনাকে এই সমস্যায় পরতে হবে না। আমি এখানে কমান্ড প্রোমট এর মাধ্যমে পেনড্রাইভ কিভাবে বুট করা যায় তা দেখাব। একটি পেনড্রাইভ বুট করতে হলে সেটি অবশ্যই ৪জিবি কিংবা তার বেশি হতে হবে। আমি ডেমো এর জন্য ২জিবি পেনড্রাইভ ব্যাবহার করছি।
স্টেপ ১ঃ Disk Part কমান্ড করাঃ
প্রথমে আপনার কম্পিউটার এ পেনড্রাইভ কানেক্ট করুন। এখন কমান্ডপ্রোমট এ যান। তারপর সেখানে diskpart লিখে এন্টার চাপুন এবং প্রোগ্রাম চালু হওয়ার জন্য কিছুক্ষন অপেক্ষা করুন। তার পর সেখানে list disk লিখে এন্টার চাপুন। এবার আপনি আপনার কম্পিউটার এর এক্টিভ ডিস্ক দেখতে পাবেন যেখানে Disk 0 আপনার কম্পিউটার এর হার্ড ডিস্ক এবং Disk 1 আপনার পেনড্রাইভ। এবার select disk 1 লিখে এন্টার চাপুন, ফলে আপনার পেনড্রাইভ সিলেক্ট হবে। এবার পেনড্রাইভ এর সব ডাটা মুছে ফেলার জন্য clean লিখে এন্টার দিন ও create partition primary লিখে এন্টার দিন। এখন select partition 1 লিখে এন্টার দিন ও তারপর active লিখে এন্টার ডিন। এবার ফরম্যাট দেয়ার জন্য format fs=ntfs quick লিখে এন্টার দিন। ব্যাচ diskpart হয়ে গেল। এখন exit লিখে এন্টার দিন।
স্টেপ ২: বুট সেক্টর তৈরি:
আমার কম্পিউটার এ পেনড্রাইভ I ড্রাইভ এ এবং DVD Installer H ড্রাইভ এ আছে। এবার কমান্ড প্রোমট এ H লিখে এন্টার দিন। ফলে কমান্ড প্রোমট H ড্রাইভ এ যাবে। এবার cd boot লিখে এন্টার দিন। এখন পেনড্রাইভ এ বুট সেক্টর করার জন্য bootsect/nt60 I: লিখে এন্টার দিন। ব্যাচ পেনড্রাইভ বুট হিসেবে ব্যাবহার করার জন্য প্রস্তুত। এবার exit লিখে এন্টার চাপুন।
স্টেপ ৩: ইন্সটল ফাইল কপি করা:
পেনড্রাইভকে বুট হিসেবে ব্যাবহার করতে হলে DVD installer এ যেসব ফাইল আছে সব কপি করতে হবে। এটি করার জন্য কমান্ড প্রোমট এ যান। এখন xcopy h: \ *. * i: \ / E / F / G / H লিখে এন্টার দিন এবং কপি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন আপনার পেনড্রাইভ বুট হিসেবে ব্যাবহার করতে পারেন।
"হ্যাপি কোডিং"