১. প্রথমে আপনি আপনার যেকোনো উইন্ডোজ পিসি থেকে cmd.exe রান করান । রান করানোর জন্য সার্চ অপশন এ গিয়ে cmd টাইপ করুন ।
২. আজকে আমরা যেহেতু কালার পরিবর্তন করবো । সেহেতু আমদের কিচ কাজ করা লাগবে ,cmd.exe রান করার আপনার কার্সরটি ব্লিঙ্ক করতে থাকবে । আর এখান থেকেই আপনি লেখা স্টার্ট করবেন । আমরা যেহেতু আমাদের root directory হিসেবে C ড্রাইভ ব্যাবহার করে থাকি । তাই কমান্ড প্রম্পট চলার শুরুতেই আপনি লক্ষ করবেন আমাদের directory সেট করা আছে C:\users\( পিসির নাম)...............চলুন কথা না বারিয়ে কাজ সুর করা যাক ।
৩. এবার cmd.exe রান করানোর পর আপনাকে লিখতে হবে ( color list ) , ঠিক নিচের ছবির মতো...
৪. এবার Enter প্রেস করোন......। ভয় পাবেন না ...। যা দেখছেন তা একটু ভাল করে পরলেই বুঝতে পারবেন,
যাই হোক নিচের ছবির মতো আসবে...
৫. এবার আবারো Enter প্রেস করোন, এবং লিখোন ( color code ) আমি যেখানে কোড লিখেছি , সেখানে আপনারা
কালার কোড বসান । যেমন আমি করেছি ( Black + Light green ), তাই আমি লিখেছি ( color 0A ).....
এবং............দেখুন টা ডা ডা টা...... কি মজা
আর এভাবেই কালার চেইঞ্জ করে মজা লুটতে থাকোন...............।
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য । নেক্সট পর্বে অন্য কিছু নিয়ে হাজির হবো ইনশাল্লাহ সাথে থাকোন ।