কি টাইটেল দেখে চমকে গেলেন নাকি। সমস্যা নেই আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে এটি করবেন।খুব সহজেই মুরগির শব্দ শুনুন কাপ দিয়ে।
প্রয়োজনীয় উপকরনঃ
১। একটি প্লাস্টিক এর কাপ
২। সুতা
৩। পেপার ক্লিপ
৪। একটি পেরেক
৫। পানি
৬। কাচি
৭। পেপার টাওয়েল
যা যা করতে হবেঃ
প্রথমে কাচি দিয়ে ২০ সে.
মি. লম্বা সুতা কেটে নিন। এখন সাবধানে পেরেক দিয়ে প্লাস্টিক কাপ এর নিচের অংশের
মাঝখানে একটি ফুটো করে নিন।
এবার ছবির মত করে সুতার এক প্রান্ত পেপার ক্লিপ এর
সাথে বেধে অপর প্রান্ত কাপের ফুটো দিয়ে ঢুকায় দিন যেন পেপার ক্লিপ কাপের বাইরের
অংশে থাকে। এবার পেপার টাওয়েল এর একটি ছোট টুকরা নিয়ে সেটি পানি দিয়ে ভিজিয়ে
স্যাঁতস্যাঁতে করে নিন।
এখন শব্দ শোনার পালা। প্লাস্টিক এর কাপটি এক হাত দিয়ে শক্ত
করে ধরে ভেজা পেপার টাওয়েলটি ছবি অনুসারে কাপের কাছাকাছি সুতায় মুরিয়ে নিন।তারপর পেপার
টাওয়েলটি সুতার নিচের দিকে স্লাইড করুন। সবকিছু থিক মত করলে আপনি মুরগির শব্দ
শুনতে পাবেন।
যে কারনে এটি হয়ঃ
এটি শব্দ কিভাবে কাজ করে তার একটি উদাহরন। সুতায় স্লাইড করার সময় যে কম্পনের সৃষ্টি হয় কাপ ছাড়া তা প্রায় নীরব। কিন্তু যখন কাপ যুক্ত করা হয় তখন তা কাপের চারিদিকে ছরিয়ে পরে এবং শব্দের সৃষ্টি করে।