আপডেট

Sunday, August 9, 2015

কিছু ভুল ধারনা প্রযুক্তি সম্পর্কে Part-2





মেগাপিক্রেল বেশি হলে  ভাল ক্যামেরা কি?

কোনো ক্যামেরা ভাল না খারাপ তা নিভর করে এর সেন্সর কতটা আলো গ্রহন করতে পারে এর উপর । অধিক বড় আকারের সেন্সর বেশি আলো ধারন করতে পারে । তাই যখন ক্যামেরা ক্রয় করতে যাব তখন লক্ষ্য রাখতে হবে এর সেন্সার এর আকারের উপর ,মেগাপিক্রেল এর উপর নয় । তাছাড়া ক্যামেরার ব্যবহৃত পরিকাঠামো  এবং সফটওয়্যার এর উপর ও প্রভাব রয়েছে ।


স্মাটফোনের জন্য কি বড় ডিসপ্লে ভাল  ?

বিভিন্ন বিশেষঞ্জরা মনে করেন যে মানুষের চোখ 300 পিক্রেল  পর্যন্ত আলো উপলব্ধি করতে পারে তার পর যত বেশি  পিক্রেলহোকনা কেন সেই বাড়তি সৈান্দর্য অনুভব করা  মানুষের পক্ষে সম্ভব নয় । আর এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এই বিষয়ে  গবেশনা চালাচ্ছে । এর মধ্যে অন্যতম একটি প্রতিস্ঠান হল অ্যাপল যারা আলট্রা ডেন্স পিক্রেল থেকেও জোর দিচ্ছে ব্রাইটনেস এর উপর ।