আপডেট

Wednesday, August 5, 2015

Facebook এ , কে Unfriend করল তা সম্পর্কে জানুন



বর্তমানে আমরা সবাই ফেসবুক ব্যবহার করি । প্রতিদিন অনেক বন্ধু ফেসবুকে ফ্রেন্ড হচ্ছে , অাবার কেউ কেউ Unfriend  ও হচ্ছে ।  কিন্তু এরকম হতেই পারে যে, আপনি আপনার ফ্রেন্ডলিস্টের কোনো কোনো বন্ধুকে আর খুঁজে পাচ্ছেন না বেশ কয়েকটি কারণে এমনটি হতে পারে । আজ আমি তার সম্পকে বলব । 

আপনার  কোনো  ফেসবুক  বন্ধু  যদি  আপনাকে  আনফ্রেন্ড  করে দেয় । তবে  আপনি  সেই ফ্রেন্ডকে  আপনার বন্ধুতালিকায়  দেখবেন না   কিন্তু  ফেসবুকে  যাদের  ফ্রেন্ডলিস্ট  বিশাল, তাদের পক্ষে  সব বন্ধুর  হিসেব  রাখা   ও কঠিন   কে  কখন  অ্যাড  করল  কিংবা  কে  কখন  ডিলিট  করে  দিল  তা  টের  পাওয়া  সহজ কাজ নয় । তাই আজ এমন একটি অপশন বা software সম্পকে বলব যার মাধ্যমে খুবই সহজে আপনি জানতে পারবেন এবং তা হল Who Delete Me In Facebook এ অ্যাপটি  ব্যবহার করে ।

অ্যাপটির ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আপনার গুগল ক্রোম ব্রাউজারে অ্যাপটি ইনস্টল করে নিন অথবা অন্যান্য ব্রাউজারে ও ইনস্টল করতে পারেন ।