আপডেট

Sunday, August 9, 2015

Cortana কি???


Cortana মাইক্রোসফট এর একটি অভাবনীয় আবিষ্কার। এটি ভারচুয়াল জগতে মানুষের একটি বুদ্ধিমান সহযোগী। এটি মুলত উইন্ডোজ ফোন ৮.১ এর জন্য তৈরি করা হয়েছে। এটি ২০১৪ সালে সান ফ্রান্সিসকোতে প্রথমবার মাইক্রোসফট এর সম্মেলন এ প্রদর্শিত হয়। এটি মানুষের ভয়েস এর মাধ্যমে কাজ করে থাকে।

আপনি যদি কোন কিছু জানতে চান তাহলে মাইক্রোফোন আইকন এ ক্লিক করে বললেই Cortana তা আপনার ডিফল্ট ব্রাউজার থেকে বিং এ দেখিয়ে দিবে। আপনি যদি আপনার ডিভাইস এর কোন অ্যাপ্স ওপেন করতে চান তাহলে (যেমন ক্যাল্কুলেটর) ওপেন ক্যাল্কুলেটর বললেই এটি তা ওপেন করে দিবে। এটি আপনাকে উইন্ডোজ ডিভাইস চালাতে সাহাজ্য করবে।