আজকে আমি আপনাদের সাথে, অতি ক্ষুদ্র মাত্র ৯২ কে.বি. এর একটি সফটওয়্যার শেয়ার করছি । ক্ষুদ্র বলে এটাকে অবহেলা না করাই শ্রেয় । আমাদের পিসিতে প্রতিনিয়ত অনেক শর্টকাট ফাইল তৈরি হয় । কিন্তু আমরা সেটা খেয়াল করিনা । কিন্তো এই শর্টকাট ফাইগুলি আমাদের পিসিকে অজান্তেই স্লও করে দিচ্ছে ।
ভয় পাবেন না , আমি তো আছিই । তাই আজকে আমি আপনাদের এই মুল্লবান সফটওয়্যারটি দিচ্ছি ।
ব্যাবহার করার নিয়ম ঃ
১. প্রথমে Temporary_Delete.exe এই ফাইলটি রান করান ।
২. এবার অনেকগুলু উইন্ডো ওপেন হবে, ভয় না পেয়ে একটি একটি করে সব উইন্ডো গল থেকে সব গুলো শর্টকাট ফাইল ডিলিট করোন ।
৩. কোনও শর্টকাট ডিলিট না হলে , ignore করোন ।
ডাউনলোড লিঙ্ক
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ...।