লিনাক্স বেইজড অপারেটিং সিস্টেমের একটি বৈশিষ্ট্য হলো আমার কোড রান করানোর জন্য অন্যকোনো IDE ইন্সটল না করে আপনি চাইলে লিনাক্সের নোটপ্যাড অর্থাৎ জেডিটে ( Gedit ) আপনার কোড রান করাতে পারেন। কিন্তু প্রথমে
জেডিটে কোড রান করতে গেলে যেই সমস্যায় পরতে হয় সেটি হলো জেডিটে টার্মিনাল খুঁজে না পাওয়া। এই সমস্যায় পরলে আপনার তেমন কিছু করতে হবে না। আলাদা করে টার্মিনাল ওপেন করে লিখুন নিচের কমান্ডটি-
sudo apt-get install gedit-plugins
এই কমান্ড লেখার পর আপনার জেডিট প্লাগিং ইন্সটল হবে। প্লাগিং ইন্সটল করার পর Gedit window তে ক্লিক করুন। এরপর Edit-এ ক্লিক করুন। এরপর ক্লিক করুন preference-এ। এরপর, Embedded Terminal এই অপশনটিতে ক্লিক করুন।
এখন View অপশনে ক্লিক করুন এবং bottom panel অপশনটি সিলেক্ট করুন।
এখন আপনি আপনার জেডিট নোটপ্যাডে টার্মিনাল দেখতে পাবেন।