আপডেট

Sunday, July 5, 2015

কিবোর্ড হবে হাতের তালু!

ছবি: হাতের তালুতে ভারচুয়াল কিবোর্ডের পেটেন্ট করিয়েছে গুগল।
কেমন হবে হাতের তালুকে যদি কিবোর্ড হিসেবে ব্যবহার করা যায়? সম্প্রতি গুগল একটি প্রযুক্তি পেটেন্ট করিয়েছে যাতে হাতের তালুর চামড়াকে ভারচুয়াল কিবোর্ড হিসেবে ব্যবহার করা যাবে।
পেটেন্টের আবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তিতে গুগল গ্লাসের মতো একটি হেডসেট থেকে বিম হয়ে হাতের তালুতে ইন্টারনেট অ্যাকটিভ ভারচুয়াল কিবোর্ডটি পড়বে।
ওই হেডসেটের একটি ক্যামেরা ব্যবহারকারীর আঙুলের নড়াচড়া ট্র্যাক করে কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। ২০১২ সালে এই পেটেন্টের জন্য আবেদন করেছিল গুগল।
বর্তমান অ্যাপ্লিকেশনটিতে ভারচুয়াল ইনপুট ডিভাইসের জন্য সিস্টেম ও পদ্ধতিগুলোর জন্য আবেদন করা হয়। ভারচুয়াল কিবোর্ডে আঙুল অনুযায়ী নম্বর বা সংকেত নির্ধারণ করা যায়। এক্ষেত্রে, চশমার ফ্রেমের (স্মার্ট গ্লাস) একদিকে প্রজেক্টরটি আর অন্যদিকে ক্যামেরাটি বসানো যায়। ব্যবহারকারী চাইলে চোখের সামনে কোনো ডিভাইস ধরে রাখার পরিবর্তে হাতের তালুর ওপর ভিডিও দেখতে পারেন।