আপডেট

Sunday, June 28, 2015

উইন্ডোজের এর কিছু মজার এবং বিস্ময় কর জিনিস







উইন্ডোজের কিছু সফটওয়্যার বাগ আছে যা নিয়ে মাইক্রোসফট নিজেই বিষ্মিত। সেই  সব   জিনিস আজ আপনাদের সাথে শেয়ার করব।
 


গুগল ওপেন করুন এবং google gravity লিখে সার্চ দিন। যে প্রথম লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার মাউস দিয়ে টুকরা গুলো তোলার চেষ্টা করুন

উইন্ডোজের কোন ফোল্ডার এর নাম CON AUX, COM1, COM2, COM3, COM4, LPT1, LPT2, LPT3,PRN, NUL ইত্যাদি  লিখে  আপনি সেভ করা যায় না। 

কি অদ্ভুদ লেগেছে??? এখনই আপনার পিসিটা নিয়ে পয়েন্ট মত চেক করে দেখুন কাজ করে কিনা।
 
 মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে টাইপ করুন =rand(200,99) এন্টার চাপুন। দেখুন মজা।এটি আবিস্কার করেন ব্রাজিলিয়ান নাগরিক এটি Microsoft এর কাছেও বিষ্ময়কর ব্যাপার এমনকি বিল গেটসও এর উত্তর দিতে পারেনি