আপডেট

Sunday, June 28, 2015

ডোমেইন কি?






ডোমেইন কি? এবং তা কিসের জন্য ব্যবহার হয় আজ আমি তার সম্পকে বলব :


ওয়েবসাইট যদি আপনি খুলতে চান তবে আপনাকে ইন্টারনেটে একটি ডোমেইন কিনতে হবে। আপনার বাসায় যদি কেউ আসতে চায়, তবে তাকে যেমন ঠিকানা জানতে হবে , তেমনি

ডোমেন ও একই কাজ করে । এই ডোমেইন নেমই আপনার ওয়েবসাইটকে অনন্যভাবে আইডেন্টিফাই করবে । বিশ্বের সবাই ওয়েবসাইটটিকে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে ।
যেমন প্রত্যেক পাখিই একটি নাম আছে । এই নামেই তার পরিচয় বহন করে । ডোমেইন নেম অনেকটা পাখির নামের মতই । ডোমেইন নেম এবং পাখির নামের মদ্ধে পার্থক্য হচ্ছে পাখির নাম ইউনিক নয় অর্থাৎ একটি নাম একাধিক পাখির থাকে । কিন্তু ডোমেইন নেম সম্পূর্ণ ইউনিক অর্থাৎ একটি ডোমেইন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, ঠিক মোবাইল নাম্বার এর মত । ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইট এর ঠিকানা । যার মাধ্যমে, ব্যবহারকারী আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে । আবার ডোমেইন নেম এর পরিবর্তে আইপি এড্রেস ব্যবহার করেও আপনার ওয়েব সাইটে প্রেবেশ করতে পারবে । আইপি এড্রেস সাধারণত সংখ্যায় থাকে ।
যেমন; 10.196.001.002 একটি আইপি এড্রেস ।