আপডেট

Sunday, June 28, 2015

ফেসবুকের থিম change করুন

ফেসবুক চালানোর সময় অনেক সময় দেখা যায়, কিছু এপস এর ইনভাইটেশন। এগুলা নাকি ফেসবুকের থিম চ্যাঞ্জ করে দেয়! এটা চরম মাত্রার স্প্যাম। কোন এপস দিয়ে থিম চ্যাঞ্জ করা যায় না। 

তবে কি থিম চ্যাঞ্জ করার কোন উপায় নাই? 

উত্তরঃ আছে। 

তবে এর জন্য আপনার দরকার ব্রাউজার। ব্রাউজার এর নাম টর্চ। ক্রোম এর একটা আপডেটেড ভার্সন। 

এটা ডাউনলোড করার জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন। এরপর ইন্সটল করার পর ফেসবুকে লগইন করুন। ডান দিকে দেখুন, নিচের ছবিটির মতো গোল একটা এক্সট্রা চিহ্ন আছে।

এরপর facelift নামের একটা window খুলে যাবে। এখান থেকে নিজের ইচ্ছা মতো থিম চ্যাঞ্জ করতে পারবেন। এমনকি ব্যাকগ্রাউন্ড এর ছবিও বদলিয়ে ফেলতে পারেন। 


এখন হয়ে গেল। আপনার যেসব বন্ধু টর্চ ইউজ করে, তারা যে থিম দিয়েই রাখুক না কেন, আপনার ওয়াল এ আসলে আপনার ইউজ করা থিমই দেখতে পারবে। 
আমি একটা ডিফল্ট থিম দিয়ে স্ক্রিনশট নিলাম। নিচে দেওয়া হল।