Monday, June 29, 2015
মেমোরি কার্ড ক্ষতি হওযার হাত থেকে রক্ষা করার উপায়
Posted by SRS on 7:55:00 PM in অন্যান্য আর্টিকেল টিপস এন্ড ট্রিকস সাব্বির | Comments : 0
মেমোরী কার্ড যদি নষ্ট হয়ে যায় তবে করনীয় কি ? আজ আমি তা সম্পর্কে বলব :
কার্ড-রিডারে মেমোরী কার্ড ঢ়ুকিয়ে তা কম্পিউটারের সাথে যুক্ত করি । লক্ষ্য রাখতে হবে যে ,এই ড্রাইবে যেন প্রবেশ না করি । উইন্ডোস এর স্টাট মেনুতে গিয়ে cmd লিখি, এতে স্টাট মেনুর উপরের দিকে cmd দেখা যাবে । এবার মাউস এর রাইট বাটন চেপে Run as administrator এ প্রেস করি । কমান্ড টুল চালু হলে এতে chkdsk mr লিখে এন্টার বাটন চাপি । কম্পিউটার কার্ডের ড্রাইভে “চেক ডিস্ক” দেখতে পেলে তা কমপ্লিট হতে দিন ।
বার্তা যদি convert lost chains to files আসে তবে y ক্লিক করুন । ফাইল যদি ঠিক থাকে তবে মেমোরী কার্ড এর তথ্য ব্যবহার করতে পারবেন ।
invalid file system যদি দেখাই তবে তা ফরম্যাট করে দিন । ফরম্যাট সম্পন্ন হলে মেমোরী কার্ড এর সকল ডাটা চলে যাবে কিন্তু তা নষ্ট হবে না । পরে ইচ্ছা করলে ডাটা রিকভারি সফটওয়্যার দ্বারা তা ফিরিয়ে আনা যায় ।
মেমোরি কার্ড ক্ষতি হওযার হাত থেকে রক্ষা করার উপায়
2015-06-29T19:55:00+06:00
SRS
অন্যান্য|আর্টিকেল|টিপস এন্ড ট্রিকস|সাব্বির|