আপডেট

Tuesday, June 23, 2015

কনস্ট্রাকটর ইন জাভা



অবজেক্ট ওরিয়েনটেড প্রোগামিং এর  ক্ষেত্রে কনস্ট্রাকটর হল একটি গুরুত্তপূর্ন বিষয় । তাই আজ আমি কনস্ট্রাকটর সম্পকে বলব :

কনস্ট্রাকটর হল একটি বিশেষ ধরনের মেথড ,যা কোনো অবজেক্ট ঘোষনার সময় তার প্রাথমিক মান নিধারন করা হয়
 কনস্ট্রাকটর মূলত কয়েকটি বিষয় এর উপর নিভর করে :-
ক্লাস এর নাম আর  কনস্ট্রাকটর  মেথড এর নাম একই হতে হবে
কোনো রিটান টাইপ থাকবেনা এমন কি void এর জন্য নয়
ম্যালটিপল  কনস্ট্রাকটর হতে পারে তবে প্যারামিটার ভিন্ন হতে হবে


 Example:  
 Public class A{  
 int age;  
 Public A(){  
 String name ;  
 name=”Rahul” ;  
 System.out.println(“My name is”+name);  
 }  
 Public class A(int age){  
 int b=age;  
 System.out.println(“My age ”+b);  
 }  
 }