বর্তমানে আমাদের প্রাত্যহিক জীবনের একটি গুরুত্বপূর্ন অংশ হয়ে গিয়েছে ইন্টারনেট ! মানি আর না মানি, ইন্টারনেট ছাড়া চলা এখন প্রায় অসম্ভব ! যাই হোক, কাজের কথায় আসি ।
আমরা যারা ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করি তারা প্রায় সবাই IDM বা internet Download Manager এর সাথে পরিচিত । IDM ছাড়া তো কোন কিছু ডাউনলোডের কথা চিন্তাই করা যায় না ! কথায় আছে না, যেখানে মজা আছে সেখানে জ্বালাও আছে ! মানে হলো, IDM কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে মাত্র ১ মাস ফ্রিভাবে IDM চালাতে দেয় । এরপর শুধু বার বার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে করতে কান জ্বালা পালা করে ফেলে বেটারা !
IDM Fake Serial এর অসহনীয় যন্ত্রনা থেকে রক্ষা করতে আপনাদের পাশে আছি । Step by step সবকিছু দেয়া হচ্ছে । জাস্ট একটু কষ্ট করে আমাকে ফলো করুন । এই লিংক থেকে Crack File টি ডাউনলোড করে নিন
ঝটপট ! নিচের নির্দেশনা গুলো সতর্কতার সাথে অনুসরন করুন ,,,,,
Set up instruction
- আগের ইন্সটল করা IDM টি Uninstall বা Stop করে নিন
- Crack file থেকে IDM 6.23 টি install করুন
- "You have registered IDM with a fake serial number " এরকম নোটিফিকেশন আসতে পারে । ভয় পাবেন না । আসলে just close করে দিন
- System trey তে IDM open থাকলে সেটি close করে দিন
- Crack ফাইল এ থাকা ফাইলগুলো copy করে C drive এ IDM ফোল্ডার এ paste করুন ।
- ঐ ফোল্ডারে IDMan নামে একটি icon পাবেন, সেটিতে Double click করেন ।
- দেখুন, আপনার IDM টি registered হয়ে গেছে !