চলুন শুরু করা যাক…
নীচের ছবিতে পিসিটির প্রাথমিক ভাষা হচ্ছে ইংলিশ, আমরা মেশিন লেঙ্গুয়েস হিসাবে বাংলা ইন্সটল করবো।
- প্রথমে Control Panel থেকে Language এ যান।>>Control Panel\All Control Panel Items\Language
2. Add a language এ ক্লিক করুন
3.বাংলা সিলেক্ট করুন
7.সাইজ বেশি না মাত্র ২.৭ এমবি
8.ডাউনলোড শেষে ইন্সটল হবে।
9.এখন ইন্সটলকৃত বাংলা ল্যাঙ্গুয়েজ এ open করে “make this the primary language”
ক্লিক করুন।
10.“log off now” এ ক্লিক করে আবার আপনার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন।
- ব্যাস, এবার আপনার পিসি পরিচালনা করুন বাংলায়
- আপনি চাইলে সোজাসুজি নেট থেকে এই প্যাকেজ গুলি ডাউনলোড করে এই কাজটি করতে পারেন।