আপডেট

Saturday, February 21, 2015

মাত্র ১ ক্লিক এ পিসি শাটডাউন করুন




আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ। কমেন আছনে সবাই??? আশা করি ভালো। আমওি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র রহমতে ভালো আছ।ি আজ আমি টেকউিনস এ আমার জীবনরে প্রথম টিউন করছি ।
আজ আমি আপনাদের ১ ক্লিক এ পিসি শাটডাউন করানো শিখাবো। আমরা যারা উইন্ডোস ৮, ৮.১ ব্যবহার করি বিশেষ করে ৮ এর ক্ষেএে শাটডাউন করার জন্য ৩ থেকে ৪ টা ক্লিক দিতে হয়। অনেক সময় বিরক্ত লাগে তাই আপনাদের জন্য ছোট একটি শর্টকার্ট কোড আমি আপনাদেরকে দিব যেটা মাধ্যমে ১ ক্লিক এ পিসি শাটডাউন করতে পারবেন।
১। প্রথমে ডেক্সটপে মাউস এর রাইট বাটন চেপে নিউ শর্টকার্ট এ কিল্ক দেন
২। এবার এই কোডটুকু কপি করুন অথবা লিখুন
shutdown /s /t 0
তারপর নেক্সট করে ফিনিস করে দিন।
৩। ব্যাস কাজ শেষ। ডেক্সটপে যে শর্টকাট এসেছে এটাই হচ্ছে ১ কিল্ক শাটডাউন । কোড টার শেষে টি এর পড়ে আমি ০ দিয়েছি তার মানে ০ সেকেন্ডের ভিতরে শাটডাউন হবে,এভাবে ১ দিলে ১ সেকেন্ড পর । শর্টকাট টির প্রপারট্রিক্স এ গিয়ে আইকন পরিবর্তন করে শাটডাউন এর আইকন দিতে পারেন।