আপডেট

Tuesday, February 10, 2015

ধাপে ধাপে উবুন্টু ইন্সটলেশান (তিনটি পার্টিশান করে, ডুয়েল বুট) এবং ট্রাবলশুটিং

+
উবুন্টু ইন্সটলের জন্য প্রথমেই একটা বুটেবল পেনড্রাইভ বা সিডি বানিয়ে নিন। বুটেবল সিডি বানাবার পদ্ধতি  এখানে গিয়ে দেখতে পারেন।
উইন্ডোজ দিয়ে বুটেবল পেনড্রাইভ বানাবার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
১।  এখান থেকে lili usb creator ডাউনলড করে ইন্সটল দিন।
২। স্টার্ট মেনু থেকে lili usb creator চালু করুন।
৩। dropdown মেনু থেকে আপনার পেনড্রাইভ সিলেক্ট করুন।
৪। iso/img এ ক্লিক করে আপনার ডাউনলোড করা আইএসও তা সিলেক্ট করুন।
৫। persistence কতখানি হবে দেখিয়ে দিন। (optional) যেহেতু আমরা শুধু উবুন্টু ইন্সটল দিব তাই persistence 0 রেখে দিন।
৬। "hide created files on key" -> disable করুন, "format the key in fat32" -> enable করুন, "enable launching linuxlive in windows" -> disable করুন।
৭। এরপর lightning icon টায় ক্লিক করুন... বুটেবল করা শুরু হবে... সব ঠিক ঠাক থাকলে লেখা দেখাবে।
এবার আপনার পেনড্রাইভ/সিডি দিয়ে পিসি বুট করুন। এরপর যা করতে হবে তা  এই টিউটোরিয়াল দেখে করে ফেলুন।
ট্রাবলশুটিংঃ ওই টিউটোরিয়াল অনুযায়ী ইন্সটল করার সময় কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। তারমদ্ধে কিছু সমস্যার সমাধান নিচে দেয়া হলওঃ
unusable স্পেসঃ

screenshot:


উবুন্টু ইন্সটলের সময় এইরকম কিছু দেখালে বুঝতে হবে আপনার হার্ডডিস্কে অনেক বেশি পরিমাণ পার্টিশন তৈরি করা আছে। তাই আর নতুন পার্টিশন তৈরি করা যাবে না। এই অবস্থায় ২ টা জিনিস করা জায়ঃ
১। আপনার হার্ডডিস্কের একটা ড্রাইভের সব ফাইল অন্য ড্রাইভ গুলোতে ব্যাকআপ নিয়ে ড্রাইভটাকে ডিলেট করে দেয়া। এরপর যে ফ্রি স্পেস হবে তা অন্য ড্রাইভে জগ করে দেয়া।
২। যদি আপনার একটা পার্টিশন করার সুযোগ থাকে তাহলে শুধু রুট পার্টিশন তৈরি করুন, যদি ২ তা পার্টিশন তৈরি করার সুযোগ থাকে তাহলে রুট, সোয়াপ পার্টিশন তৈরি করুন। আর যদি একটাও নতুন পার্টিশন করার উপায় না থাকে তাহলে ১ নাম্বার উপায়টাই অবলম্বন করতে হবে। তবে একটাও পার্টিশন তৈরি করা যাবেনা এমন হবার কথা না। কারণ আপনি ইন্সটলের সময় আগেই একটা পার্টিশন কে ডিলেত করে দিয়েছেন।
একাধিক free space দেখানোঃ

screenshot:


মাঝে মদ্ধে ইন্সটলের সময় ড্রাইভ ফরম্যাট করলে ১ টার বেশি free space দেখায়। এরকম হলে back এ ক্লিক করে নতুন করে আবার something else দিয়ে শুরু থেকে কাজ শুরু করুন।

screenshot:


মাঝে মদ্ধে দেখা যায় something else দিলে কোন পার্টিশন দেখা যায় না। শুধু একটা পার্টিশন ছাড়া স্পেস দেখায়। এরকম হলে নিচের কমান্ড টা টার্মিনালে রান করে দেখতে পারেন।
sudo fixparts /dev/sdX

যেই হার্ডডিস্কে প্রব্লেম হচ্ছে সেই অনুযায়ী X ঠিক করে নিবেন। স্ক্রিনশটে দেখাচ্ছে /dev/sda তে সমস্যা। তাই আমি sudo fixparts /dev/sda কমান্ড দিব।

আরও কোন সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন। সলিউসন জানা থাকলে তাও দিয়ে দিবেন :)