পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরি করার জন্য :
প্রথমে কম্পিউটার এ রিমুভাবল ডিস্ক প্রবেশ করান। তারপর স্টার্ট বাটন এ ক্লিক করে কন্ট্রোল প্যানেল এ যান। এখন "user account" এ ক্লিক করুন। তারপর 'creat a password reset disk' এ ক্লিক করুন এবং নির্দেশ অনুসারে কাজ করুন। ব্যাস তৈরি হয়ে গেল পাসওয়ার্ড রিসেট ডিস্ক। এখন এটাকে ভাল ভাবে সংরক্ষন করুন।