অনেকে বলবেন যে, সেটিং পরিবর্তন করে সহজে করা যায় | উত্তর হা করা যায় কিন্তু এটা শুধু ঐ IDE দিয়ে রান করলেই হবে
আসুন কাজ টা কোড এর সাহায্যে করি...
নিচের কালার কোড গুলি মনে রাখুন :

এবার কোড লেখা শুরু করো:
#include <stdio.h>
#include <stdlib.h>
#include <conio.h>
int main(){
system("COLOR FC");
printf("\n\nHi I am Shoaeb\n");
printf("\n\nPress any key to change the background color!\n");
getch();
system("COLOR 6C");//colour code
printf("\n\nBackground colour changed..\n");
printf("\n\nPress any key to exit...");
getch();
return 0;
}
system("COLOR FC");
এই লাইন টার মানে কি??
উত্তরঃ BACKGROUND COLOR পরিবর্তন করতে হলে আপনাকে লাইন টি ব্যবহার করতে হবে
এখন FC এর মানে কি?
এখানে F হইলো BACKGROUND কালার এবং C হইলো টেক্সট কালার । না বুজলে উপরে কালার কোড গুলা দেখে আসো। মনে রাখতে হবে প্রথমে BACKGROUND COLORকোড এবং পরে টেক্সট কালার কোড। ভুল করলে আউটপুট ঠিক আসবে না.
এখন উপরে দেয়া অন্য কালার কোড গুলি ব্যাবহার করে তোমার প্রোগ্রাম কে কালারফুল করে তোলো
সবাই কে ধন্যবাদ