আপডেট

Thursday, November 19, 2015

বন্ধ বা ব্লক থাকা ওয়েব সাইট ব্রাউজ করুন খুব সহজেই


অনেক সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ওয়েব সাইট ব্লক করে দেয়া হয় ।   অপেরেটিং সিস্টেম এর মাধ্যমে , ওয়েব ব্রাউজার এর মাধম্যে ,নেটওয়ার্ক পোর্ট বন্ধ করে বা দেশের গেটওয়ের মাধ্যমে  সাইট গুলো ব্লক করা থাকে । অনেকে ভিপিএন, প্রক্সি সাইটের বা আইপি হাইড করে সাইট গুলো ভিজিট করে । আবার  অনেক সময় নিজের নিরাপত্তা্র কথা চিন্তা করে পরিচয় গোপন করে ব্রাউজিং এর প্রয়োজন পরে । টর ব্রাউজার ব্যাবহা্র করে খুব সহজেই এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ।
ব্রাউজার টি সম্পূর্ন ফ্রী । ব্রাউজিং এর সময় আইপি হাইড করে রাখে ফলে ব্লক করা যে কোন সাইটই ভিজিট করা যায়। স্পীডের তেমন কোন পার্থক্য হয় না , উইন্ডোজ, লিনাক্স , ম্যাক্স যে কোন অপা্রেটিং সিস্টেমেই ব্যবহা্র করা যায়।    অন্য ব্রাউজারে কোনো প্রভাব ফেলে না। ব্রাউজিং শেষ করার পরে ব্রাউজারটি বন্ধ করে দিতে হবে। স্বয়ংক্রিয়ভাবে সকল কুকি, হিস্টিরি মুছে যাবে, ফলে ব্যবহারকারী পুরোপুরি নিরাপদ।

 টর ব্রাউজার ডাউনলোড করুন এখান থেকে


- বিপ্লব