আপডেট

Tuesday, October 6, 2015

সর্বোত্তম পাসওয়ার্ড ব্যবস্থা ফর এনড্রয়েড !


বলা হয়ে থাকে আমরা বছরে  গড়ে স্মার্টফোনে প্রায় এক মাস ব্যয় করে থাকি  পাসওয়ার্ড দেওয়ার জন্য ! এ থেকেই বোঝা যায় আমাদের নিরাপত্তাহীনতার অভাব ! বিভিন্নজন বিভিন্ন পাসওয়ার্ড ব্যাবহার করি !  জনপ্রিয় কিছুর পাসওয়ার্ড ব্যাবস্থার সমস্যা!


 প্যাটার্ন লক: কেউ দেখে নিলে ? 
ছবির লকঃ (এক্ষেত্রে ছবির পুর্ব চিহ্নিত অংশ পুনরায় চিহ্নিত করতে হয়)  কেউ দেখে নিলে?
ফিংগার প্রিন্ট লকঃ ঘুমিয়ে থাকলেন কেউ  নিয়ে  নিল  ? 

কিন্তু আমরা যদি বলি আপনি একটি মাত্র   পাসওয়ার্ড  তাও তিনটি ছোট্ট ছবি !  মনে রাখবেন  ! কিন্তু আপনার  পাসওয়ার্ড হয়ে যাবে 64 টা !!! 
কাউকে সামনে বসিয়ে দেখিয়ে দেখিয়ে পাসওয়ার্ড দিলেন ! বললেন নে দেখ  ! কিন্তু দেখেও সে বলতে পারলোনা  আপনার পাসওয়ার্ড ? কেমন হবে তাহলে ? 


কি ব্যাপার অসম্ভব মনে হচ্ছে ? আজ আপনাদের এমনই একটা পাসওয়ার্ড প্রটেক্টর এর সাথে পরিচয় করায়ে দিব । নামঃ Phantom login screen password.   নামটা শুনে সাইফ ক্যাটরিনার মুভির কথা মনে হচ্ছেনা ? :P   

সুবিধাঃ 
১. সফটওয়্যারটি গুগুল প্লেস্টোর থেকে ভেরিফাইড তাই ভাইরাসজনিত চিন্তামুক্ত।
২. আসছে নানা রকমের টেপপ্লেট !  ( পশু! বাড়ি ! টাওয়ার ইত্যাদি ! 
৩. এছাড়াও চাইলে তৈরি করে নিতে পারেন নিজের ইচ্ছে মতো ছবি দিয়ে  কাস্টোমাইজড টেমপ্লেট! 
৪. এছাড়া বিভিন্ন সমস্যা সমাধানে আমরা তো আছিই :) শুধু ছোট্ট একটা কমেন্ট 

                ডাউনলোড লিংক

ব্যাবহার বিধিঃ 
  এপসের শুরুতেই আপনাকে দেখিয়ে দেবে :) আর যদি বুঝতে অসুবিধে হয় তাহলে এই ভিডিও :)



 Lets be smarter. 

ইতি আপনাদের মহা উন্মাদ ফাহাদ :D