আপডেট

Wednesday, August 5, 2015

Find Hidden Picture On Facebook




ফেসবুকে ছবি আসলে কি ছবি প্রকৃত পক্ষে হাইড থাকে না , তা ক্রোম ওয়েব উজার একটেনশন  পিকচারবুক এর দাবি করেছেন যে ফেসবুকে হিডেন ছবি প্রদর্শনে সক্ষম ।
ব্যবহারকারীরা তাদের টাইম লাইনে অন্যের ট্যাগকৃত পোস্ট হাইড রাখতে পারেন  । কিন্তু ছবিটি  প্রকৃত পক্ষে মুছে যায় না , কেউ ইচ্ছা করলে এ ছবি খুজে বের করতে পারেন । সার্চ ইন্জিন দিয়ে তা খুবই সহজে বের করা যায় । অার এ অপশনটি  পিকচারবুক ব্যবহার করে ।
এখন প্রশ্ন হচ্ছে তা হতে বাচাঁর উপায় কি ?
প্রধান একটি  উপায় হল ট্যাগ হতে বিরত থাকা । Drop Down মেন্যু হতে   ‘Hidden from timeline’ সিলেক্ট করা । তারপর   Remove tag’  নির্বাচন করা । তাহলে ছবিটি  টাইমলাইন হতে সার্চ করে বের করা যাবে না ।