আপডেট

Wednesday, August 5, 2015

এক ক্লিকে অধিক ফোল্ডার তৈরী





আমাদের নিত্যদিনের কম্পিউটার ব্যবহার করার সময় এক সঙ্গে অনেক ফোলডার তৈরী করতে হয় । আজ  আমি এমন একটি উপায় বলব যার মাধ্যমে এক ক্লিকে  একাধিক ফোল্ডার তৈরী করতে পারবেন খুবই সহজে । 
প্রথমে Notepad টি open করি ।  MD Rakib Is Business Man  এ লিখাটি  Notepad এর মধ্যে টাইপ করি । এবার Save as গিয়ে Create Folder.bar নামে  save করি । লক্ষ্য করুন Create folder নামে অন্য একটি ফাইল তৈরী হয়েছে। 
এবার ফাইলটিতে ডাবল ক্লিক করলে  চারটি নতুন ফোল্ডার তৈরী হবে ।

শুধু লক্ষ্য রাখতে হবে যেন নোডপেড এর মধ্যে লেখার সময়  , প্রথমে যেন  MD লেখা থাকে ।