আপডেট

Friday, August 7, 2015

কিছু ভুল ধারনা প্রযুক্তি সম্পর্কে



আমরা  কোনো না কোনো দিক থেকে প্রযুক্তি এর সাথে জরিত । নিত্যদিনের বিভিন্ন কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি । আমাদের অনেকের প্রযুক্তি সম্পর্কে ভুল ধারনা আছে  । আজ আমি এই কিছু ভুল ধারনা সম্পর্কে বলব :

আসলে কি ম্যাক কম্পিউটার কি ভাইরাস মুক্ত ?

একটি প্রতিবেদনে জানা গিয়েছে যে ,  অ্যাপল বলেছিল যে তাদের কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না । কিন্তু তাই কি হয়েছে ? আসলে তা হয় নাই  2012 সালে অধিক সংখ্যক উপর ম্যাক কম্পিউটার ট্রোজান দ্বারা আক্রান্ত হয় । তাই তা বললে ভুল হবে যে ম্যাক কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না ।

 সারা রাত চার্জ করলে কি ব্যাটারি মেয়াদ কম হয় ?

এমন কোনো প্রমান পাওয়া যায় নি যে অকারনে ব্যাটারি চার্জ করলে , ব্যাটারির ক্ষতি হয় । বর্তমান যুগে বিভিন্ন স্মাটফোনে লিথিয়াম আয়ন ব্যবহার হয় যার দরুন ব্যাটারির চার্জ যখন ফুল হয় ঠিক তখন ব্যাটারি চার্জ নেয়া বদ্ধ হয়ে যায় । তাই আমরা অতি সহজেই বলতে পারি যে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার ধারনাটি একবারেই ভুল ।