লিনাক্স বেইজড অপারেটিং সিস্টেম বলতে আমরা বুঝি লিনাক্স উবুন্টু, লিনাক্স রেডহেট, লিনাক্স ফেডোরা, লিনাক্স কালি, লিনাক্স জুবুন্টুসহ আরো অনেক অপারেটিং সিস্টেম। নাম আলাদা আলাদা হলেও এবং এক একটি অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য এক একটি হলেও সবগুলো অপারেটিং সিস্টেম আপডেট দেওয়ার প্রক্রিয়া একই। শুধু লিখুন একটি লাইন এবং আপডেট দিন আপনার অপারেটিং সিস্টেম।
প্রথমে, আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমে ঢুকে টার্মিনালটি ওপেন করুন। এরপর লিখুন নিচের লাইনটি
sudo apt-get update
এরপর লিখুন-
sudo apt-get upgrade