আপডেট

Saturday, July 4, 2015

অতি সহজে শেয়ার করুন ফাইল এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে


মাঝে মাঝে ফাইল এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আদান-প্রদান করার জন্য হাতের কাছে পোর্টেবল হার্ডডিস্ক অথবা পেনড্রাইভ পাওয়া যায় না। এই সমস্যার সমাধান হিসেবে ব্যাবহার করুন একটি ছোট সফটওয়্যার। এর নাম টিম ভিউয়ার। এই সফটওয়্যার ব্যাবহার করে আপনি ফাইল আদান-প্রদান ছাড়াও কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ফাইল শেয়ার করা অথবা কন্ট্রোল করার জন্য উভয় কম্পিউটারে সফটওয়্যারটি ইন্সটল করতে হবে। ইন্সটল করার পর আইডি পাসওয়ার্ড ব্যাবহার করে অনেক সহজেই আপনি পিসি কন্ট্রোল এবং ফাইল শেয়ার করতে পারবেন।

টিম ভিউয়ার সফটওয়্যারটি ডাউনলোড করুন এইখান থেকে