বাংলা লেখার জন্য আপনার উবুন্টুতে ইন্সটল করুন অভ্র। অভ্র অনেক জনপ্রিয় একটি মাধ্যম বাংলা লেখার জন্য। আপনার উবুন্টু-১৪.০৪ ভার্শনে অভ্র ডাউনলোড এনং ইন্সটলের জন্য নিচের কমান্ডগুলো ব্যাবহার করুন।
১ম ধাপঃ
sudo add-apt-repository "deb http://download.opensuse.org/repositories/home:/sarimkhan/xUbuntu_14.04/ ./"
২য় ধাপঃ
কি এড করুন নিচের কমান্ড লিখে
wget -q http://download.opensuse.org/repositories/home:/sarimkhan/xUbuntu_14.04/Release.key -O- | sudo apt-key add -
৩য় ধাপঃ
আপডেট করুন আপনার প্যাকেজ লিস্ট নিচের কমান্ডের মাধ্যমে
sudo apt-get update
৪র্থ ধাপঃ
এখন ইন্সটল করুন অভ্র নিচের কমান্ডের মাধ্যমে
sudo apt-get install ibus-avro-trusty
৫ম ধাপঃ
এখন আপনার টার্মিনালটি বন্ধ করুন এবং কম্পিউটার রিস্টার্ট করুন।
ব্যাবহারঃ
IM মেন্যুবারে ক্লিক করুন এবং Text entry Settings সিলেক্ট করুন
Text Entry Settings-এ গিয়ে প্লাস (+) আইকনে ক্লিক করুন এবং সার্চ অপশনে avro লিখুন। এখন Bengali ( Avro Phonetic) সিলেক্ট করুন।
এখন বাংলা লিখুন যেখানে ইচ্ছে।
প্রথমে Text Entry Settings ওপেন করুন এবং Avro Phonetic রিমুভ করুন মাইনাসে ক্লিক করে। এরপর নিচের কমান্ডটি টার্মিনালে লিখুন।
sudo apt-get remove ibus-avro-trusty