আপডেট

Sunday, July 5, 2015

বাংলা লিখুন আপনার উবুন্টু-১৪.০৪ ভার্শনে


বাংলা লেখার জন্য আপনার উবুন্টুতে ইন্সটল করুন অভ্র। অভ্র অনেক জনপ্রিয় একটি মাধ্যম বাংলা লেখার জন্য। আপনার উবুন্টু-১৪.০৪ ভার্শনে অভ্র ডাউনলোড এনং ইন্সটলের জন্য নিচের কমান্ডগুলো ব্যাবহার করুন।

১ম ধাপঃ 

sudo add-apt-repository "deb http://download.opensuse.org/repositories/home:/sarimkhan/xUbuntu_14.04/ ./"


২য় ধাপঃ

কি এড করুন নিচের কমান্ড লিখে

 wget -q http://download.opensuse.org/repositories/home:/sarimkhan/xUbuntu_14.04/Release.key -O- | sudo apt-key add -


৩য় ধাপঃ 

আপডেট করুন আপনার প্যাকেজ লিস্ট নিচের কমান্ডের মাধ্যমে

  sudo apt-get update


৪র্থ ধাপঃ 

এখন ইন্সটল করুন অভ্র নিচের কমান্ডের মাধ্যমে 

 sudo apt-get install ibus-avro-trusty 

৫ম ধাপঃ 

এখন আপনার টার্মিনালটি বন্ধ করুন এবং কম্পিউটার রিস্টার্ট করুন।

ব্যাবহারঃ 

 IM মেন্যুবারে ক্লিক করুন এবং Text entry Settings সিলেক্ট করুন 

Text Entry Settings-এ গিয়ে প্লাস (+) আইকনে ক্লিক করুন এবং সার্চ অপশনে avro লিখুন। এখন Bengali ( Avro Phonetic) সিলেক্ট করুন। 



এখন বাংলা লিখুন যেখানে ইচ্ছে। 



আনস্টলের উপায়ঃ 

প্রথমে Text Entry Settings ওপেন করুন এবং Avro Phonetic রিমুভ করুন মাইনাসে ক্লিক করে। এরপর নিচের কমান্ডটি টার্মিনালে লিখুন।

 sudo apt-get remove ibus-avro-trusty