এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে , ফ্রী সফটওয়্যার বলতে কি বুঝাচ্ছে । আসলে আমরা আমাদের উইন্ডোজ এবং এর জন্য যে সকল সফটওয়্যার ব্যাবহার করে থাকি তা সব ই Crack ভার্সন হয়ে থাকে । কোনও সফটওয়্যার ই পরিপুর্ন রুপে ব্যাবহার করতে পারি না, যতক্ষন না পর্যন্ত তা টাকা দিয়ে কিনতে হয়।
কিন্তু এমনও অনেক সফটওয়্যার আছে , যেগুলো ব্যাবহার করার জন্য আমাদের কোনও টাকা খরচ করতে হয় না ।
সম্পুর্ন ভার্সনটি ফ্রী তে পাওয়া যায় ।
আর এই সফটওয়্যার গুলোর মধ্যে অত্তন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে Blender ।
ব্যাবহার ঃ
১. এর মাধ্যমে আপনি অতি সহজেই , ত্রিমাত্রিক গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন ।
২. এর মাধ্যমে ভিডিও পোস্ট ও এডিট করতে পারবেন ।
সফটওয়্যারটি ডাউনলোড করে ফ্রী জিনিসের মজা লুটুন ।
Blender ডাউনলোড করুন
ধন্যবাদ সাথে থাকার জন্য ......।।