আপনারা নিশ্চয় The Matrix মুভিটা দেখেছেন। তাহলে নিশ্চয় বুঝতে পারছেন, আমি কি বলতে চাচ্ছি! না বুঝলে নিচের ছবি দেখুন। তাহলে, চলুন বন্ধুরা, বানানো যাক, Matrix falling code effect।
এর জন্য প্রথমে আপনার নোটপ্যাড চালু করুন। এরপর নিচের কোডটা কপি করে paste করুন নোটপ্যাডে। এরপর সেভ করুন Mtrix.bat লিখে। অর্থাৎ এটা bat ফাইল হবে।
কোডঃ
@echo offcolor 02
:tricks
echo %random%%random%%random%%random%%random%
%random%%random%%random%
goto tricks
এরপর bat ফাইলটা কয়েকবার রান করে ডেস্কটপ এ সেট করে নিন। ব্যস! হয়ে গেল। এখন স্ক্রিন রেকর্ডার চালু করার আগে এই কাজটা করে নিন। নিজেকে একটু অন্য ভাবে উপস্থাপন করুন! :)
h4ppy c0d1ng