ফেসবুকে সব ফ্রেন্ডকে আপনার নতুন পেইজে ইনভাইট দিতে দিতে হাত ব্যাথা হয়ে যাচ্ছে? চিন্তা কি? Extension ব্যাবহার করে এক্ল ক্লিকে সবাইকে ইনভাইট করতে পারেন।
এর জন্য প্রথমে এই লিঙ্ক থেকে chrome এর জন্য extension টি নামিয়ে নিয়ে ইন্সটল করুন।
এখন যে পেইজে ইনভাইট করবেন, সে পেইজে যান। সেখানে invite your friends এ ক্লিক করুন। এরপর উপরের লিঙ্ক বার এ দেখুন, একটা টিক চিহ্ন আছে। সেখানে ক্লিক করুন। ব্যাস। কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। এরপর দেখুন, সবাই ইনভাইটেড হয়ে গেছে। ঠিক উপরের ছবিটির মতো!
একইভাবে করুন ইভেন্টেও ইনভাইট! :)
happy facebooking! :)