আপডেট

Thursday, June 25, 2015

ডার্ক ওয়েব ! ! ! এবং অজানা কিছু তথ্য ( পর্ব- ০২)

ডার্ক ওয়েব ! ! ! এবং অজানা কিছু তথ্য ( পর্ব- ০১)--- এ আমি ডার্ক ওয়েব সম্পর্কে কিছু বলেছিলাম। আজ আপনাদের এই ডার্ক ওয়েব সম্পর্কে আরো বিস্তর ধারনা দেওয়ার চেষ্টা করবো।





সার্চ ইঞ্জিন যেমনঃ গুগল, ইয়াহু, বিং ইত্যাদির সাহায্যে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটের পেইজ ইনডেক্স করে রাখা হয় যাতে পরবর্তীতে সেই পেইজগুলা খুঁজে বের করা সহজ হয়। আর এই জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তার নাম CRAWLER (ক্রাউলার)। ক্রাউলার ওয়েবসাইটের এইচটিএমএল ট্যাগ দেখে ওয়েবসাইটগুলোকে সাজিয়ে রাখে, আর এজন্যেই গুগল তথা সার্চ ইঞ্জিন থেকে খুব দ্রুত এবং সহজেই তথ্যগুলো খুঁজে বের করা যায়। তবে ক্রাউলার যে ওয়েবসাইটের পেইজ ইনডেক্স করে রাখবে, সেজন্যে ওয়েবসাইটের এডমিনের অনুমতি লাগে। কিন্তু যদি কোনো ওয়েবসাইটের এডমিন সেই অনুমতিটা না দেয় তবেই সেই ওয়েবসাইটটি ডার্ক ওয়েবের আন্ডারে চলে যায় এবং গুগল তথা সার্চ ইঞ্জিন সেটা আর খুঁজে বের করতে পারে না। এটাই ডার্ক ওয়েব এর মূল ধারনা। পরের পর্বে আমি ডার্ক ওয়েবের কার্যক্রম এবং উপকারিতা/অপকারিতা নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

আর কোন কিছু জানার থাকলে কমেন্টে জানান। :)