পাইথন নাকি জাভা কোনটা অধিক কার্যকরী
পাইথন এবং জাভা এই দুইটাই খুব শক্তিশালী প্রোগ্রামিং ভাষা । যারা নতুন প্রোগ্রামিং শিখে তাদের এটা ঠিক করা বেশ কঠিন যে আমি কি জাভা শিখবো নাকি পাইথন ?
একজন জাভা প্রোগ্রামার হিসেবে আমি অবশ্যই তোমাকে জাভা শিখতে বলবো । কিন্তু তার মানে এই না জাভা পাইথনের থেকে বেটার ।
এই দুই ল্যাঙ্গুয়েজ এর ই অনেক সুবিধা রয়েছে । যেখানে জাভা পাইথনের থেকে ধ্রুত ঠিক তেমনি পাইথনে জাভার থেকে অনেক কম কোড লিখতে হয় ।
তাই নিচে আমি কিছু পার্থক্য তুলে ধরছি , এ থেকে আপনারা জাভা আর পাইথনের বিস্তারিত জেনে যাবেন