একজন প্রোগ্রামার এর ভাবনা কেমন হতে হয়?
একটা উদাহরন এর মাধ্যমে এটা বুঝানো যায়।
একটা মিটিং এ তিনজন মানুষ বসে আছে। তাদের বস বলল, আপানদের যদি দশ মিনিট এর বিরতি দেওয়া হয়, আপনারা কি করবেন?
প্রথম জনঃ আমি বাহিরে গিয়ে এক কাপ চা খাব।
দ্বিতীয় জনঃ আমি সিগারেট খাব।
তৃতীয় জনঃ আমি দরজার হাতল ডান হাতে ধরে টেনে খুলব। তারপর সিঁড়ি দিয়ে নামব। আমার সিনিয়র কাউকে দেখলে সালাম দিব। কলিগ এর সাথে দেখা হলে হ্যান্ডশেক করব। নিচে নেমে দরজা দিয়ে বের হবো। চা এর দোকানে যাব। চা নিব। যদি সিগারেট ওখানে না থাকে, তাহলে পাশের দোকান থেকে নিয়ে নিব।
আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন, কে প্রোগ্রামার ছিল?