আপডেট

Thursday, March 26, 2015

জাভা প্রোগ্রামিং টিউটোরিয়াল ১.2 (হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম)



আজকের টিউটোরিয়ালে আমরা  যা শিখবোঃ

* কিভাবে জাভা প্রোজেক্ট তৈরি করবো 

*  হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম

প্রথমে ইক্লিপ্স IDE ওপেন করুন এবং আপনার ওয়ার্ক ডিরেক্টরী চিনিয়ে দিন 

এর পর নিচের স্ক্রীন শুট গুলা ফলো করুন


                               ১। নতুন প্রোজেক্ট তৈরি করুন 








২।নতুন ক্লাস তৈরি করুন 










এবার কোডে চলে যাই

 public class Hello {  
      public static void main(String args[]){  
      }  
 }  

এখানে Hello হচ্ছে  ক্লাস নেম 
যার ভিতরে একটা মেইন মেথড আছে ।
সি এবং জাভার প্রধান পার্থক্য এখানে 
সি তে কোন ক্লাস ছিল না , কিন্তু জাভাতে ক্লাস আছে 
আর সি তে আমরা যেটাকে মেইন ফাংশন বলতাম , জাভাতে আমরা এটাকে মেইন মেথড বলতেসি ।

আমাদের ক্লাস এবং মেথড বানানো শেষ এবার  হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পালা 


 System.out.println(" Hello World ");  

সি তে যেমন আমরা printf লিখতাম তেমনি জাভাতে System.out.println(" Your text"); লিখতে হয়
  আমি যদি  System.out.print(" Your text");  এভাবে লিখি তাহলে 
তাহলেও কোন সমস্যা হবে না , শুধু একটা নিউ লাইন প্রিন্ট হবে না

সম্পূর্ণ কোডঃ
 public class Hello {  
      public static void main(String args[]){  
     System.out.println(" Your text");   
      }  
 }  




ভিডিওঃ