কোন সমস্যা নেই। আজ আমি আপনাদের দারুন একটা স্ক্রিন রেকর্ডার এর সন্ধান দিব। এটা দিয়ে আনলিমিটেড এবং High Quality রেকর্ড করতে পারবেন।
প্রথমে ডাউনলোড করতে এই লিঙ্ক এ যান!
ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন। custom install করুন। যাতে কোন বাহিরের আজেবাজে অ্যাপ ইন্সটল না হয়! একটা দামী সফটওয়্যার আপনাকে নিশ্চয় এমনি এমনি ফ্রি চালাতে দিবে না। ওদের স্বার্থেই দিবে।
ব্যাস! আপনার কাজ শেষ। এখন স্ক্রিন এর ডান দিকে মাঝামাঝি একটা জায়গায় ক্যামেরার লোগো আছে। ওখানে ক্লিক করলে আপনাকে area সিলেক্ট করতে হবে। কতটুকু স্ক্রিন রেকর্ড করবেন!
এরিয়া সিলেক্ট হয়ে গেলে নিচে অপশন পাবেন, সাউন্ড সহ রেকর্ড করবেন কিনা! যা ইচ্ছা, তাই করবেন। ব্যাস। এবার লাল বাটনটিতে ক্লিক করে রেকর্ডিং শুরু করুন।
শেষ হয়ে গেলে স্টপ বাটন এ ক্লিক করুন। তারপর save এর symbol এ ক্লিক করুন। (ডান পাশের সিম্বলটিই সেইভ এর সিম্বল)
এরপর কোথায় সেভ করবেন, সেখানে গিয়ে আপনার ফাইল সেভ করুন। ফাইল নেইম এর শেষে .mp4 লিখে দিবেন।
এরপর প্লে করে দেখুন... প্রথমবার প্লে হতে একটু দেরি হতে পারে। এটা আপনার কম্পিউটার এর উপর নির্ভর করছে।
কিছু আজেবাজে অ্যাপ ইন্সটল হয়ে যেতে পারে। এগুল আনইন্সটল করুন।
Uninstall or Change Program এ গিয়ে sort by 'installed on" করুন। প্রথম দিকে অপরিচিত যে প্রোগ্রাম আছে, সেগুলো আনইন্সটল করুন।
কিছু আজেবাজে অ্যাপ ইন্সটল হয়ে যেতে পারে। এগুল আনইন্সটল করুন।
Uninstall or Change Program এ গিয়ে sort by 'installed on" করুন। প্রথম দিকে অপরিচিত যে প্রোগ্রাম আছে, সেগুলো আনইন্সটল করুন।