আপডেট

Friday, March 20, 2015

হ্যাকার হানার শিকার ভারতের ১৩০০ ওয়েবসাইট

Bangladeshi Hackers take down 1300 Indian Websites

ওয়েব দুনিয়ায় ছড়িয়ে পড়েছে  বাংলাদেশ-ভারত মাঠের লড়াইয়ের উত্তাপ। ভারতীয় ক্রিকেটার সিঁধুর বাজে মন্তব্য এবং ইউটিউবে চুলওয়ালে ফ্রেন্ডস ব্যঙ্গ ভিডিও প্রকাশের পর পাল্টা জবাব দেয়া শুরু করেছে বাংলাদেশের নেটিজেনরা। ঘৃণার গেমের পর এবার হ্যাকিং ও ডিডিস আক্রমণে নাকাল হয়েছে ভারতীয় ভার্চুয়াল আকাশ। মঙ্গলবার দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে একযোগে আক্রমণ করে বাংলাদেশের তরুণ হ্যাকারদের একটি অংশ।
ইতিমধ্যেই হ্যাক হয়েছে ১৩০০-র বেশি ভারতীয় ওয়েবসাইট। ঘণ্টায় ২ হাজার করে কমে গেছে সোশ্যাল মিডিয়ায় লাইকের সংখ্যা। কেবল এইকটি পেজের লাইকই ২০ লাখ থেকে কমে দাঁড়িয়েছে ১৬ হাজার। প্রায় ২০ মিনিট ডাউন থেকেছে ভারতের শেয়ার বাজারের সাইট। হ্যাক করা হয় কর্নাটক বিশ্ববিদ্যালয়, মুম্বাই পুলিশ ও শশী থারুররের ওয়েবসাইটসহ ১৩টি ওয়েবসাইট। এক পর্যায়ে ভারতের সাইবার স্পেসে বাংলাদেশের আইপি ব্লক করে দেওয়া হয়। সচল হয় স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট। এরপর সন্ধ্যায় আইপি পরিবর্তন করে ফের হ্যাকারদের সক্রিয় থাকতে গ্রুপ পেজে আহ্বান জানানো হয়।
ভারতের 'মওকা মওকা' শিরোনামের ভিডিও-তে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার প্রতিবাদ জানাতে রাইজ অফ দ্য টাইগারস নামে একটি ফেসবুক পেজ খুলে বাংলাদেশের নানা হ্যাকিং গ্রুপ সম্মিলিতভাবে এই কাজ করে চলেছে বলে জানা গেছে।
সূত্র মতে, ‘‪#‎ওপিইন্ডিয়া’ স্লোগানে সাইবার ৭১, ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, বাংলাদেশ সাইবার আর্মি, এক্সপায়ার সাইবার আর্মি, বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস, স্ক্রিপ্ট কিড্ডি, সাইবার সোর্ড, সাইবার কমান্ডোজসহ বিভিন্ন গ্রুপ এসব হামলা চালিয়ে যাচ্ছে।