আপডেট

Sunday, February 15, 2015

পিসির সর্বোচ্চ কর্মক্ষমতা বাড়িয়ে নিতে,দ্রুত নিয়ে নিন IObit Advanced System Care PRO v8.1.0.652 ফুল আপডেট ভার্সন !!!


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন সবাই। ভালোর দলে থাকাই ভালো ।
আজ আপনাদের সামনে নিয়ে আসলাম অসম্ভব একটি দরকারি সফটওয়্যার যা অ্যাডবান্স সিস্টেম কেয়ার
নামে পরিচিত । এই সফটওয়্যার দিয়ে অতি সহজেই আপনার পিসি থেকে    Unwanted File ডিলিট করতে পারবেন ।

---(বর্ণনা)---
IObit Advanced System Care হলো স্বয়ংক্রিয় ম্যালওয়্যার অপসারণ, রেজিস্ট্রি ফিক্স, গোপনীয়তা রক্ষা, পারফরমেন্স টুন-আপ,  সিস্টেম পরিষ্কার ও রিপিয়ারকারী অটোমেটিক ক্ষমতা সম্পন্ন একটি অসাধারন টুলস। যার হতে আপনি নিশ্চিন্তে আপনার পিসির সুরক্ষার সম্পূর্ন দায়িত্ব অর্পন করতে পারবেন। এছাড়াও এটি অনলাইন নিরাপত্তা, এন্টি ট্র্যাকিং, ইন্টারনেট বুস্ট প্রযুক্তি ও পিসির সর্বোচ্চ কর্মক্ষমতা নিশ্চিতে আপনাকে সহায়তা করবে।


---(এই নতুন সংস্করণে কি কি যুক্ত হয়েছে)---
  • Added option to show system boot time in Startup Manager.
  • Updated IObit Uninstaller 4.2 for faster launch and securer clean.
  • Updated and expanded database for Malware Removal, Registry Fix, Privacy Sweep and Surfing Protection.
  • Default Programs Tool added support for ACDsee, Adobe_crobat_xi_pro, Peazip, PowerDVD, QuickTime Player, KMPlayer, Total Video Player, Windows Paint, Winamp Player, VLC Media Player, etc.
  • Enhanced the privacy sweep for Chrome 40.0, Firefox 35.0, Oprea 26.0, RealPlayer Cloud 17.0, Dropbox3.0, Flash Player16.0, Skype7.0, TeamViewer10.0, Sketchup Make15.0, iTunes12.0, etc.
  • Fixed bugs in previous version.
!!! ডাউনলোডের জন্য নিচের যে কোন একটি লিঙ্কে ক্লিক করুন !!!
Link 1 | Link 2