আপডেট

Friday, February 13, 2015

Code Blocks কম্পাইলেশন সমস্যা ও সমাধান !!!!!


Code Blocks এ যদি কম্পাইলারের পাথ ঠিক মত সেট করা না থাকে তাহলে কোন প্রোগ্রাম কম্পাইল করা যায় না। যেমন কোন পোগ্রাম ডিভাগ করতে গেলে নিচের মত লেখা উঠেঃ
"Your Program name Debug" uses an invalid compiler. Probably the toolchain path within the compiler options is not setup correctly?! Skipping... "
খুব সহজেই এর সমাধান করা যায়।
  • প্রথমে একটা প্রযেক্ট খুলে নিন।
  • মেনুবার থেকে Settings এ ক্লিক করে Compiler and debugger ক্লিক করুন.
  • নতুন আরেকটা উইন্ডো খুলবে, এখান থেকে Tool chain executable এ ক্লিক করুন তাহলে Compiling's installation directory দেখতে পাবেন।
এবার Compiling's instalation directory পাশ থেকে Auto Detect এ ক্লিক করুন। তাহলে আপনার কম্পিউটারে থাকা যেকোন একটি কম্পাইলার নির্বাচন করে নিবে Code Blocks।
এবার আপনার পোগ্রাম কম্পাইল করে দেখুন কম্পাইল হচ্ছে।
এখনও যদি না হয় তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটারে কম্পাইলার নেই। কোডব্লক্স একটা IDE, এটা কম্পাইলার ছাড়াও ডাউনলোড করা যায়। আপনি যদি কম্পাইলার ছাড়া ডাউনলোড করে থাকেন তাহলে এ সমস্যা পড়ার সম্ভাবনা বেশি। তাই আপনি ডাউনলোড করার সময় উইন্ডোজের জন্য codeblocks-10.05mingw-setup.exe টা ডাউনলোড করবেন। যার সাইজ প্রায়ঃ 74.0 MB ডাউনলোড করার জন্য ভিজিট করুনঃ
বিদ্রঃ শুদু IDE [codeblocks-10.05-setup.exe]  এর সাইজ মাত্র ২৩ মেগাবাইট।
আর তার পর ও যদি কোন সমস্যায় পড়েন তাহলে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।