প্রোগ্রামিং করতে কতোটুকু গনিতে পারদর্শী হওয়া লাগবে সেই সম্পর্কে তামিম শাহরিয়ার সুবিন ভাই বললেনঃ
অনেক বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করে, "ভাই, আমি গণিতে দূর্বল, আমি কি প্রোগ্রামিং শিখতে পারবো?" আমার উল্টা প্রশ্ন, তুমি কীরকম দূর্বল? ক্লাস এইটের গণিতের যে সিলেবাস আছে, সেটার উপর কি তুমি দক্ষ? যদি শিউর না হও, তবে ক্লাস এইটের একটা গণিত বই যোগাড় করে ফেল। বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়। উদাহরণগুলো নিজে নিজে কর। অনুশীলনী করা দরকার নাই। মোট দুই সপ্তাহের বেশি সময় লাগার কথা না। তুমি কি সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছ? বুঝতে না পারলে ক্লাস সিক্স ও সেভেনের গণিত বই যোগাড় করে পড়, আর যদি ক্লাস এইটের বইয়ের সবকিছু বুঝে ফেলো, তাহলে তুমি এবার জাফর ইকবাল স্যারের "গণিত এবং আরো গণিত" বইটা কিনে পড়ে ফেলো। এক মাসের মত সময় লাগবে। এরপর আর তুমি গণিতে দূর্বল নও, এবং প্রোগ্রামিং শিখতে কোনো সমস্যা হবে না। আর প্রোগ্রামিং শেখাকালীন সময়ে ডিসক্রিট ম্যাথ শিখে ফেলো। এর কোনো ভালো বাংলা বই নাই, তবে হাম্মাদ আলী স্যারের অনলাইন কোর্স ও ডিভিডি আছে।
অনেক বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করে, "ভাই, আমি গণিতে দূর্বল, আমি কি প্রোগ্রামিং শিখতে পারবো?" আমার উল্টা প্রশ্ন, তুমি কীরকম দূর্বল? ক্লাস এইটের গণিতের যে সিলেবাস আছে, সেটার উপর কি তুমি দক্ষ? যদি শিউর না হও, তবে ক্লাস এইটের একটা গণিত বই যোগাড় করে ফেল। বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়। উদাহরণগুলো নিজে নিজে কর। অনুশীলনী করা দরকার নাই। মোট দুই সপ্তাহের বেশি সময় লাগার কথা না। তুমি কি সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছ? বুঝতে না পারলে ক্লাস সিক্স ও সেভেনের গণিত বই যোগাড় করে পড়, আর যদি ক্লাস এইটের বইয়ের সবকিছু বুঝে ফেলো, তাহলে তুমি এবার জাফর ইকবাল স্যারের "গণিত এবং আরো গণিত" বইটা কিনে পড়ে ফেলো। এক মাসের মত সময় লাগবে। এরপর আর তুমি গণিতে দূর্বল নও, এবং প্রোগ্রামিং শিখতে কোনো সমস্যা হবে না। আর প্রোগ্রামিং শেখাকালীন সময়ে ডিসক্রিট ম্যাথ শিখে ফেলো। এর কোনো ভালো বাংলা বই নাই, তবে হাম্মাদ আলী স্যারের অনলাইন কোর্স ও ডিভিডি আছে।
