আপডেট

Thursday, February 5, 2015

ডাউনলোড করুন স্ক্রীন রেকর্ডের জন্য ফুল ভার্সন সফটওয়্যার !



আশা করি, সবাই ভাল আসেন। আজ আমি আপনাদের মাঝে, একটি মজার সফটওয়্যার নিয়ে আসলাম। এই সফটওয়্যার দিয়ে আপনি কোন কিছু Record করতে পারবেন। সফটওয়্যারটির নাম হলঃ Gilisoft Screen Recorder। অনেক এই সফটওয়্যারটির নাম শুনেছেন আবার মনে হয় অনেকে ব্যাবহার করেছেন। যারা ব্যাবহার করে নিন, এখনি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। চলুন সফটওয়্যারটি সম্পর্কে জেনে নিন।




Gilisoft Screen Recorder

হল এমন একটি সফটওয়্যার যার দিয়ে আপনি খুব সহজে আপনার পিসি থেকে সব কিছু Recorder করতে পারবেন। এই সফটওয়্যার দিয়ে আপনি audio এবং video ২টি Recorder করতে পারবেন। এটি হল স্ক্রীন Recorder সফটওয়্যার। এটি দিয়ে আপনি খুব সহজে যে কোন ধরনের Tutorial বানাতে পারবেন। এই সফটওয়্যারটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে।

Feature:




  • Gilisoft Screen Recorder ফুল Screen Recording সফটওয়্যার।





  • এই সফটওয়্যার mute capture অপশন আসে। যা দিয়ে আপনি খুব সহজে ভিডিও mute করে রাখতে পারবেন।









    • Gilisoft Screen Recorder সফটওয়্যার FLV recording files সাপোর্ট করে।





    • capture mouse cursor অপশন আসে, যা দিতে Video Tutorial বানানোর সময় মাউস cursor দেখা যাবে।





    • Gilisoft Screen Recorder আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন।




    • কিভাবে সফটওয়্যারটি ইন্সটল করবেনঃ




      • প্রথমে ডাউনলোড লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে Unrar করুন।





      • তারপর সফটওয়্যার এ Gilisoft Screen Recorder Setup ইন্সটল করুন।





      • Gilisoft Screen Recorder সফটওয়্যারটি ওপেন করুন এবং key দেন।





      • সব কাজ শেষ। এখন দেখুন Gilisoft Screen Recorder ফুল ভার্সন হয়ে গেছে :)




      • ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে  Gilisoft Screen Recorder  ফুল ভার্সন।

        ডাউনলোড করুনঃ Gilisoft Screen Recorder With Key

        আজ এখনেই শেষ করছি।