আপডেট

Tuesday, February 3, 2015

!!!!! ব্রাউজার এর কিছু সর্টকাট জেনে নিন !!!!

 
আস্সালামুআলাইকুম সবাই কেমন আছেন? আসাকরি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, শিখতে থাকেন এই কামনা নিয়ে শুরু করছি । মানুষ মাত্রই ভুল, তাই আমারও ছোট-খাটো ও বড় ধরনের ভুল হতে পারে। ভুল গুলো ধরিয়ে দিয়ে সাহায্য করবেন।আজ আমি ব্রাউজার এর কিছু শর্টকাট নিয়ে কথা বলবো । আপনারা অনেকই হয়তো যানেন, আবার অনেক এ হয়েত যানেন না।

  • আপনি যদি অনলাইনে কোন ফরম পূরণ করতে চান তা হলে একটা ফিল্ড এর পর আরেকটা ফিল্ড এ তাড়াতাড়ি যাওয়ার জন্য কীবোর্ড এ Tab চাপুন । আবার পিছনের ফিল্ড এ আসার জন্য Shift + Tab চাপুন। একটা উদাহরন নিচে দেখুন ।

First Name:
  • যদি কোন ড্রপডাউন মেনু থাকে অথবা অপশন সিলেক্ট এর মেনু থাকে তা হলে আপনার কীবোর্ড থেকে প্রথম কয়েকটি ওয়ার্ড টি টাইপ করুণ। নিয়ে চেষ্টা করে দেখুন। Bangladesh এর জন্য “ban” type করুণ।
Argentina Brazil Mal-dip South Africa China Pakistan Ghana USA India Bangladesh
  • আপনি যদি ব্রাউজার এর এড্রেসবার সিলেক্ট করতে চান। তা হলে আপনার কীবোর্ড এর Alt + D চাপুন ।
  • আপনি যদি ব্রাউজার এ Zoom in বা Zoom out করতে চান তা হলে, আপনার কীবোর্ড এ "Ctrl এন্ড + " বা "Ctrl এন্ড - " চাপুন। আর সঠিক ভিউ এর জন্য "Ctrl + 0" চাপুন ।
  •  আপনি জদি ব্রাউজার এ পিছনে যেতেচান তাহলে Back সুইচ চাপুন অথবা Ctrl + Left arrow চাপুন ।
  • ওয়েব পেজ টি আবার লোড করতে চাইলে F5 চাপুন।
    আপনার ব্রাউজার এর ভিউ টি ফুল ভিউ করতে চাইলে F11 চাপুন। আবার নরমাল ভিউ পাওয়ার জন্য F11 চাপুন।
  •  আপনার ব্রাউজার এর বুকমার্ক টি পেতে চাইলে Ctrl + B চাপুন।
  •  আপনার ব্রাউজার থেকে কিছু খুজতে চাইলে Ctrl + F চাপুন। তার পর আপনি কি খুজতেছেন তা লিখুন। আপনার কাঙ্ক্ষিত লেখাটি যদি ব্রাউজার এ থাকে তা হলে মার্ক হয়ে যাবে।
  • আপনি নতুন ট্যাব খুলতে চাইলে কীবোর্ড থেকে Ctrl+T চাপুন।
  • নতুন উইন্ডো দেখতে চাইলে Ctrl+N চাপুন।
  • আপনি যদি পুরা ব্রাউজার বন্ধ করতে চান তা হলে Alt+F4 চাপুন।
    আর যদি ট্যাব বন্ধ করতে চান তা হলে Ctrl+W চাপুন।
  • আপনি হয়তো একসাথে অনেক গুলো ট্যাব এ কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি শর্টকাট এ এক ট্যাব থেকে অন্য ট্যাব এ যেতে পারেন। আপনি যেই ট্যাব এ থাকেন না কেন ওই ট্যাব থেকে আপনি কোন ট্যাব এ যেতে চান তার জন্য Ctrl + ওই ট্যাব কত নাম্বারে আছে। যেমন - Ctrl+1 - 9।
  • আপনার ব্রাউজার এর হিস্টরি খুতেছেন তা হলে কীবোর্ড এ Ctrl + H চাপুন।
  •  একটা গান ডাউনলোড করছেন এখন খুজে পাচ্ছেন না ?? তা হলে কীবোর্ড এ Ctrl + J, দেখুন আপনার সামনে পুরা ডাউনলোড এর হিস্টরি চলে আসছে।
  •  আপনি এখন যে সাইট টি ব্রাউজ করতেছেন সেই সাইটটি যদি বুকমার্ক করতে চান, তাহলে কীবোর্ড এ Ctrl + D চাপুন।
  •  আপনার ব্রাউজার এর সকল হিস্টোরি ডিলেট করতে চাইলে কীবোর্ড এ Ctrl+Shift+Del চাপুন।
  • আপনি যে পেজ টি দেখতেছেন তা প্রিন্ট করতে Ctrl+P চাপুন।
  •  আপনার চখের সামনের পেজ টি সেভ করতে Ctrl+S চাপুন।
  •  কোন ফাইল ওই ব্রাউজার এর মাধ্যমে ওপেন করতে চাইলে কীবোর্ড এ Ctrl+O চাপুন।
  •  আপনি যে পেজ টি দেখতেছেন তার সোর্সকোড দেখতে চাইলে, অর্থাৎ ওই পেজ টি কিভাবে কোডিং করা হইছে তা দেখতে চাইলে কীবোর্ড থেকে Ctrl+U চাপুন।
  • ডেভেলপার টুলস টি দেখতে চাইলে কীবোর্ড থেকে F12 চাপুন। (মজিলাতে)
  • সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।