আমরা অনেকই Windows ব্যাবহার করি । অনেক সময় Windows এ হাইবার নেট অপসান অফ করা থাকে যার ফলে আমরা এই ফিচার টি ব্যাবহার করতে পারিনা । কিন্তু এখন আমি এই ফিচার টি কেমন করে অন বা অফ করতে হয় সেটি দেখাব।
এখানে আমি দুটি প্রোসেস দেখাব...............
প্রোসেস নং ১:
হাইবারনেট ওন করি:
১. Control Panel -->> Click View By Large icons.
2. Power Options
3. Choose What the power buttons do
4. Change settings that are currently unnavigable
5. Shutdown settings
6. Check the Hibernate............
7. Save changes.
হাইবারনেট অফ করি:
১. Control Panel -->> Click View By Large icons.
2. Power Options
3. Choose What the power buttons do
4. Change settings that are currently unnavigable
5. Shutdown settings
6. Uncheck the Hibernate............
7. Save changes.
প্রোসেস নং ২:
ওন বা অফ করতে নিচের কোড গুলো লিখতে হবে। আমাকে অনুসরণ করুন........
হাইবারনেট ওন করি:
১. একটি নোট পেড এর ডকোমেন্ট ওপেন করি।
২. নিচের কোড কপি করে পেস্ট করি।
COLOR 0F
CLS
@echo off
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO ÉÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍ»
ECHO. º º
ECHO º Hibernation Is Being Enabled please wait º
ECHO. º º
ECHO ÈÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍͼ
ECHO.
ECHO.
SLEEP 3
powercfg -h on
৩. এবার নোট পেড ডকোমেন্টটি example.bat অথবা যেকোন নাম দিয়ে কিন্তু শেষে .bat এক্সটেনসান দিয়ে সেভ করি। এখন দেখুন আপনার হাইবার নেট অপসানটি ওন হয়েছে।
হাইবারনেট অফ করি:
১. একটি নোট পেড এর ডকোমেন্ট ওপেন করি।
২. নিচের কোড কপি করে পেস্ট করি।
COLOR 0F
CLS
@echo off
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO.
ECHO ÉÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍ»
ECHO. º º
ECHO º Hibernation Is Being Disabled please wait....... º
ECHO. º º
ECHO ÈÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍÍͼ
ECHO.
ECHO.
SLEEP 3
powercfg -h off
৩. এবার নোট পেড ডকোমেন্টটি example.bat অথবা যেকোন নাম দিয়ে কিন্তু শেষে .bat এক্সটেনসান দিয়ে সেভ করি। এখন সেভ করা ফাইল টি ডাবল ক্লিক কেরে দেখুন আপনার হাইবার নেট অপসানটি অফ হয়েছে।
হাইবারনেট কি?
স্লিপ মোডে কম্পিউটার বন্ধ হয় না, খুব লো পাওয়ার স্টেটে কম্পিউটার চালু থাকে যার র্যাম সক্রিয় থাকে আপনার ডাটাগুলো স্লিপ মোডের আগের মতো করে রাখতে। কিন্তু হাইবারনেট মোডে কম্পিউটার পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে আপনার কম্পিউটারের যেমন ছিলো তেমনই থাকবে; মানে স্লিপ মোডই, তবে একটু অ্যাডভান্স্ড। স্লিপ মোডে আপনার কাজগুলো র্যামে সেভ থাকে এবং খুব অল্প পাওয়ারে কম্পিউটার অন থাকে র্যামকে সক্রিয় রাখার জন্য। হাইবারনেট মোডে আপনার কম্পিউটারের মেমোরীর কাজগুলো হার্ডড্রাইভে সংরক্ষিত থাকে এবং পুরোপুরিভাবে কম্পিউটার বন্ধ হয়ে যায়।