আপডেট

Tuesday, February 17, 2015

আর নেই চিন্তা, লোগো ডিজাইন করুন এখন মাত্র 2 মিনিটে !!!


আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের এমন একটি ওয়েব সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনারা খুব সহজে আপনার লোগো ডিজাইন করতে পারবেন।
আর কথা না বাড়িয়ে কাজে আশা যাক। আজ আপনাদের যেই ওয়েব সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব তার নাম Cool Text.
1.        প্রথমে এই লিংক  এ যান ।  সেখানে অনেক লোগো দেখতে পাবেন নিচের ছবির মতো...

                            
2.        তারপর আপনার প্রয়োজন/ পছন্দ  মতো একটি লোগো select করুন।
3.        তারপর আপনার কাঙ্ক্ষিত text type করুন এবং প্রয়োজনিয় edit করে নিন। নিচের ছবির মতো করে।
                                       

4.        সবশেষে file format .png দিয়ে create logo তে ক্লিক করুন।

                            
5. ব্যাস আপনার লোগো তৈরি। এখন আপনি চাইলে লোগোটা ডাউনলোড করতে পারেন অথবা আপনার ব্লগ বা ওয়েব সাইটের জন্য HTML কোড ডাউনলোড করতে পারেন।

                    
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ । আল্লাহ হাফেয ।