পোস্টটি লিখেছেন শারমিন
আমারা প্রোগ্রামিং করা অর প্রোগ্রামার বলতে মূলত ভুঝি সে নিশ্চই ছেলে হবে । আর এই ভাবনাটা কিন্তু ভুল নয় ,কেননা প্রোগ্রামিং এ ছেলেদের পাল্লাই ভারি । আমরা মেয়েরা মনে করি আমাদের জন্য ম্যাথম্যাটিক্যাল অর কম্পিউটার টাইপের কোন কিছুই নাই কথা গুলি বলার মুল উদ্দেশ হল ,মেয়েদের অনেক সেক্টর আছে বর্তমান সময় | আমারা যারা কম্পিউটার সাইন্সে পরছি কিন্তু প্রোগ্রামিং ভিতী টা রয়েই গেছে এখন ও ।
এখন কথা হচ্ছে মেয়েরা কি আসলেই অপরাগত ??? যদি তাই হয়ে থাকে তাহলে একবার পিছনে তাকিয়ে দেখেন ,সেই আদি কাল থেকে আজ অব্দি যা কিছু হচ্ছে তা ভেরিয়াশান মেনন্টেইন করে চলছে তবে কেন মেয়েরা প্রোগ্রামিং সেক্টর এ পিছিয়ে থাকবে??যেহেতু আমাদের অনেক সুযোগ আছে তাহলে চলেন না আজ থেকেই শুরু করি প্রোগ্রামিং প্র্যাকটিস ।
এখন অনেক কনটেস্ট হচ্ছে অনলি ফর গার্লস । যেহেতু আমাদের শিখার সুযুগ আছে তাছাড়া বরতমান সময়ে মানুষের ভাষার সমপর্যায়ে নিয়ে আসার চেষ্টা চলতেছে তার ই প্রথম পদক্ষেপ হল সি লাঙ্গুয়েজ । আর এই সি দিয়েই অধিকাংশ ক্ষেত্র এ তৈরি হচ্ছে অনন্যা লেঙ্গুয়েজ । আর প্রগ্রামিং এর শুরুটাই হচ্ছে সি দিয়ে। শুধু বই পরেই কিন্তু প্রোগ্রামিং এ দক্ষতা অর্জন করা পসিবল না।
যেকোন কিছুতেই দক্ষতা অর্জন করতে চাই প্রচুর অনুশীলন । সি শিখার সময়ে নতুন্ দের মনে হবে উফফফ! কি ঝামেলা মার্কা নিয়মকানুন কিন্তু একবার যদি মজা পেয়ে যায় তবে সে তখন ই উপ্লব্ধি করতে বাধ্য হবে যে ,নাহ,প্রগ্রামিং এর আনন্দই আলাদা। আর প্রোগ্রামিং শিখতে হলে কি কি জানা দরকারঃ
প্রথমতঃতার আগ্রহ থাকতে হবে
দ্বিতীয়তঃ একটি কম্পিউটার লাগবে ,
তৃতীয়ত: প্রোগ্রাম রান করার জন্য কম্পাইলার লাগবে ।
আর এখনকার মা বাবারা কিন্তু আগের চেয়ে বেশি সচেতন ,আগের মা বাবারা মেয়েদের কম্পিউটার কিনে দিতে পারত্না আর পারলেও ইচ্ছে পোষন করত না । তাই ডিজিটাল মেয়েরা চল ফেইছবুক আর ইন্টারনেট এ অনেকটা সময় অন্ন দিকে ব্যাবহারের মাত্রা কমিয়ে অনলাইন প্রোগ্রামিং কন্টেস্ট এ যোগ দেই । আমার এই লেখার একমাত্র উদ্দেশ্য এ হল মেয়েদের আগ্রহ আর ভিতী দূর করা ।