আপডেট

Friday, January 23, 2015

ক্রস প্লাটফর্ম প্রোগ্রামিং



Mono এমন একটু ডেভেলপমেন্ট টুল, যা আপনাকে সহজে বিভিন্ন ধরণের এ্যাপ্লিকেশন তৈরির সুযোগ করে দেয়। মাইক্রোসফটের .NET ফ্রেমওয়ার্কের কথা হয়ত অনেকেই জানেন; Mono হল .NET এর ক্রস প্লাটফর্ম ইমপ্লিমেন্টেশন। Mono এর সাহায্যে আপনি .NET এর ক্ষমতা ব্যবহার করে উইন্ডোজ, লিনাক্স, ম্যাকের জন্য এ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। সবচেয়ে বড় কথা, এটি ওপেনসোর্স এবং বিনামূলের ব্যবহারযোগ্য।
Mono কোন কোন ভাষা সমর্থন করে?
* C#
* F#
* Java
* Visual Basic.NET
* PHP
* Python
* LUA
* Boo
* JavaScript
* Cobra
* Smalltalk
* Nemerle
* Scala
এ সংক্রান্ত আরও তথ্যঃ http://www.mono-project.com/Languages
Mono তে তৈরি এ্যাপ্লিকেশন কোন প্লাটফর্মে চালানো যাবে?
* Linux
* Mac OS X
* iPhone OS
* PlayStation 3
* Nitendo Wii
* Microsoft Windows
* BSD- FreeBSD, OpenBSD, NetBSD